• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

যে কারণে রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ আগস্ট ২০২৪, ১৮:২৯
ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’
ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’

দীর্ঘদিন ধরেই নানান সমালোচনায় রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই।’ এবার তাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। পাশাপাশি তার অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ নির্দেশ দেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা আদালতে দাঁড়িয়ে ছিলেন রাফসান।

গণমাধ্যমে রাফসানের আইনজীবী মো. রাকিব বলেন, ড্রিংকস ‘ব্লু’র পাশে আরও কয়েকটি ড্রিংকস কোম্পানি ছিল। আদালত তাদেরকেও জরিমানা করেছেন।

‘ব্লু’ ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান এক আবেদনে বলেন, ‘ব্লু’র কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ নাকি পানীয়। সেই পরিপ্রেক্ষিতে গত ৪ জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান চালানো হয়। ১৭ মে তা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাফসান দ্য ছোটভাই’নামে পরিচিত রাফসান। ২০২৩ সালের ৮ ডিসেম্বর ফেসবুক লাইভে এসে ‘ব্লু’ নামের নতুন পানীয় আনার ঘোষণা দেন তিনি। এরপর থেকেই ‘ব্লু’ নিয়ে নানা আলোচনা শুরু হয় নেটদুনিয়ায়।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনে সংহতি জানাতে এসে পালিয়ে বাঁচলেন ‘রাফসান দ্য ছোট ভাই’
রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা