• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বরেণ্য অভিনেত্রী সুহাসিনী আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ আগস্ট ২০২৪, ১৯:৩৭
সুহাসিনী দেশপান্ডে
সুহাসিনী দেশপান্ডে

না ফেরার দেশে চলে গেলেন মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান ও গুণী অভিনেত্রী সুহাসিনী দেশপান্ডে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের নিজ বাড়িতে মারা যান তিনি।

বুধবার (২৮ আগস্ট) সুহাসিনীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। কিন্তু অভিনেত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অনবদ্য অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত ছিলেন সুহাসিনী। মারাঠি ইন্ডাস্ট্রির বাইরে বলিউডেও কাজ করেছেন তিনি।

ক্যারিয়ারে সবশেষ ২০১১ সালে ‘সিংগাম’ সিনেমায় দেখা গেছে সুহাসিনীকে। এতে অভিনেত্রী কাজল আগারওয়ালের চরিত্র ‘কাব্য’র দাদির ভূমিকায় দেখা গেছে তাকে।

মাত্র ১২ বছর বয়সে অভিনয়ে পা রাখেন সুহাসিনী। ক্যারিয়ারে এখন পর্যন্ত শতাধিক সিনেমায় দেখা গেছে তাকে। ‘মানচান কুঙ্ক’, ‘কথা’, ‘আজ ঝালে মুক্ত মে’, ‘অ্যাই শপথ’, ও ‘চিরঞ্জীব’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ‘ধোন্ডি’, ‘ছন্দা প্রীতিচা’, ‘বাকাল’ সিনেমায় দেখা গেছ তাকে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়