এই দুর্যোগের সময়ে সবারই এগিয়ে আসা উচিত: অপু বিশ্বাস
বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন তারকারা। যে যার সামর্থ্য অনুয়ায়ী বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। পিছিয়ে নেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসও। ইতোমধ্যে একজন প্রতিনিধির মাধ্যমে তিনি বন্যার্তদের জন্য টিএসসিতে আয়োজিত উদ্যোগে সহযোগিতা করেছেন।
এ প্রসঙ্গে এই চিত্রনায়িকা গণমাধ্যমকে বলেন, টিএসসিতে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন, যেভাবে সবাই বন্যার্তদের জন্য কাজ করছেন, তা প্রশংসার দাবি রাখে। তাদের প্রতি আমার সম্মান বেড়ে গেছে। দেশের সংকটকালে তারা সমানে কাজ করছেন।
তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমতো নগদ অর্থ দিয়ে একজন প্রতিনিধিকে পাঠিয়েছি। আমি মনে করি এই দুর্যোগের সময়ে সবারই এগিয়ে আসা উচিত।
দেশের এই বন্যা পরিস্থিতিতে আপাতত শুটিংয়ের কথা চিন্তা করছেন না অপু বিশ্বাস।
তিনি বলেন, এখন শুটিং নিয়ে ভাবছি না, বন্যার্তদের নিয়ে ভাবছি। তাদের জন্য মনটা ভালো নেই।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি পায়। এছাড়া তার নতুন একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন