• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মাতৃত্ব শুধু পরম মমতায় আগলে রাখার: পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব নায়িকা পরীমণি। প্রায় সময়ই ছেলে পুণ্যর সঙ্গে ছবি ও খুনসুটির ভিডিও শেয়ার করেন তিনি। পরীমণি যেখানেই যান না কেন, ছেলেকে বাসায় ফেলে এক পা-ও নড়েন না। বলা যায়, কোলে নিয়েই ঘুরে বেড়ান। তাতে তার শারীরিক অবস্থা যেমনই থাকুক না কেন।

সম্প্রতি কয়েক বেলার জন্য হাসপাতালে ছিলেন অভিনেত্রী। ভার্টিগো অর্থাৎ মাথাব্যথার মতো সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগছিলেন পরী। চেকআপ বা ট্রিটমেন্টের জন্যে হয়তো এখনও হাসপাতালে দৌড়াতে হয় পরীকে, সে সময় সঙ্গে থাকে তার ছোট্ট পুণ্য।

সামাজিকমাধ্যমে শেয়ার করা পরীর একটি ভিডিওতে দেখা যায়, পরীমণির হাতে সুচ ফোটাচ্ছেন কর্তব্যরত এক ডাক্তার। তার পাশেই এক টিমমেটের কোলে দেখা যায় পুণ্যকে। মায়ের ট্রিটমেন্ট মনোযোগ দিয়ে দেখছে। চোখ সরছিলই না একটুর জন্য। মা পরীর দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে পুণ্য।

কিন্তু ছেলেকে যে তিনি অনেক বেশি ভালোবাসেন, তা বোঝাতে একটি পোস্টেই সীমাবদ্ধ রাখেননি পরী। এদিকে নিজেকে একজন ‘দায়িত্বশীল মা’ বলেও মনে করেন পরী।

মাসখানেক আগে পরীর ছেলের তিন বছর পূর্তি হয়। ছেলের জন্মদিনে বেড়াতে যান সুন্দরবন। সেদিন পূণ্যকে কোলে নিয়ে সুন্দরবন ঘুরে দেখান পরী। এর মধ্যেই সামনে চলে আসে একটি চমৎকার দৃশ্য। দেখা যায়, পরীরা যেই করিডোর দিয়ে হাঁটছিলেন তার পাশের একটি গাছেই দেখা যায় একটি বানর তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। ঠিক একইভাবে পাশে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে পরীমণি। একই ফ্রেমে দুই মায়ের কোলে দুই সন্তান। তফাৎটা দুটি জাতির, মানুষ ও পশুর। সে দৃশ্য দেখেই আবেগ ধরে রাখতে পারেননি পরী। লিখলেন, মায়ের জাত! কি মানুষ আর কি পশু। মাতৃত্ব শুধু পরম মমতায় আগলে রাখার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে মানা
এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
মা-ছেলের আলিঙ্গন, ফেসবুকে আজহারীর আবেগঘন পোস্ট
গুজব ছড়ানো গোষ্ঠীর সঙ্গে জড়িত শেখ রেহানার ছেলে-মেয়ে: দ্য টাইমস