• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘দেশটা তোমার বাপের নাকি’ গান গেয়ে গ্রেপ্তার ভারতীয় শিল্পী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘দেশটা তোমার বাপের নাকি’ গানটি। অনেকেই নানা ভিডিওর সঙ্গে গানটি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এই গানের আদলে আসামের ভাষায় গানটি গেয়ে ভারতে গ্রেপ্তার হয়েছেন আলতাফ হোসেন নামে এক শিল্পী। তাকে রোববার (১ সেপ্টেম্বর) গ্রেপ্তার করেছে আসাম পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আলতাফ আসামের ধুবরি জেলার বাসিন্দা। তিনি বহু গানের বিতর্কিত সংস্করণ গাওয়ার জন্য পরিচিত। বাংলাদেশের আন্দোলনের গান ‘দেশটা তোমার বাপের নাকি’-এর আদলে অসমীয়া ভাষায় গান গেয়ে প্রতিবাদ করার জন্য গ্রেপ্তার হয়েছেন।

পুলিশের দাবি, এই গানের মাধ্যমে মাতৃভূমিকে অসম্মান করেছেন তিনি। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং জনসাধারণকে অসমীয়া সম্প্রদায়ের সামাজিক নিয়ম মেনে চলার জন্য সতর্ক করেন।

জানা যায়, আলতাফের গানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক হাজারবার দেখা হয়েছে। তবে সেই গানের তীব্র সমালোচনা করেছে স্থানীয় বিভিন্ন জাতি গোষ্ঠী।

বাংলাদেশে ‘দেশটা তোমার বাপের নাকি’ গানের কথা লিখেছিলেন ইথুন বাবু, আর তাতে কণ্ঠ দেন মৌসুমী চৌধুরী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩