• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অবশেষে ‘নার্স খুনের’ রহস্য জানা যাবে বুধবার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্মাতা হিসেবে দর্শকমহলে বেশ প্রশংসিত ভিকি জাহেদ। বরাবরই ভিন্নধর্মী কাজ উপহার দিয়েছেন এই নির্মাতা। পেয়েছেন বাহবাও। তার যে কোনো কাজের প্রতি দর্শকের বাড়তি আগ্রহ প্রায়ই লক্ষ করা যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভিকি জাহেদের সাইকো থ্রিলার ঘরানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘একটি খোলা জানালা’র অপেক্ষায় ছিলেন দর্শকরা।

কথা ছিল, গেল ১৮ জুলাই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পাবে একটি ওটিটি মাধ্যমে। কিন্তু দেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলন ও ভয়াবহ বন্যার কারণে আলোর মুখ দেখেনি এটি। অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে, বুধবার
(৪ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ‘একটি খোলা জানালা’। এবার জানা যাবে, নার্স খুনের ঘটনার গল্প! ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এর ট্রেলার।

এই সিনেমার অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সালাহ খানম নাদিয়া ও তাসনিয়া ফারিণ। দুজনের চরিত্রই নার্সের। গল্পে কেশবগঞ্জ নামের এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, বেছে বেছে কেন নার্সদের খুন করা হচ্ছে, কারা করছে? কেন করছে?

ভিকি জাহেদ বলেন, ‘এটি মূলত নিরীক্ষাধর্মী কাজ। ক্যারিয়ার শুরু করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে। অনেকদিন পর আবারও ফিরলাম সেখানে। আশা করি, আগের মতোই দর্শকরা সাড়া দেবেন।’

কাজটি প্রসঙ্গে তাসনিয়া ফারিণের বক্তব্য এমন- ‘সাইকো থ্রিলার ঘরানার গল্প আমার বরাবরই ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই কাজটি করা।’

বলা দরকার, ভিকি জাহেদ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘টিকিট’, ‘তিথিডোর’র মতো কাজগুলো বানিয়ে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো সাইদুল পেলেন জীবিকার সহায়তা
বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিতরা জাতীয় বীর: এমরান সালেহ প্রিন্স 
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শিরোপা উৎসর্গ রংপুর রাইডার্সের
বৈষম্যবিরোধী আন্দোলনে ‘নিহত’ নয়নের ফিরে আসা নিয়ে যা জানা গেল