• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য রাষ্ট্রকে ধন্যবাদ: আসিফ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪
আসিফ আকবর
আসিফ আকবর

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। দেশের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় তাকে। কয়েক দিন আগেই বন্যার্তদের সহায়তায় ‘আসিফ আকবর ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন গঠন করেন তিনি। এবার রাষ্ট্রকে ধন্যবাদ জানালেন এই গায়ক।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন আসিফ।

পাঠকদের জন্য গায়কের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরও কিছু শুভাকাঙ্ক্ষি বেতারে আছেন যারা বিগত ১৬ বছর আমার গান চালাতে চাইতো, পারতো না— এখন পারছে।

বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছে আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সঙ্গে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নাম বদলে দিয়েছে।

২৪ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ) জীবন থেকে চলে গেছে ১৮ বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনও গাইবো না। এসব নিয়ে আর কষ্টও পাই না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথাভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাঁপসা হয়েছে একটু।

তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য। গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে! বেতার-বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ, সেখানেই আনন্দ খুঁজে নেব। ভালোবাসা অবিরাম।’

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসনাত-সারজিসকে নিয়ে যা বললেন আসিফ আকবর
কণ্ঠশিল্পী আসিফকে নিয়ে যে মন্তব্য করলেন জয়
বিয়ে করেই সুখবর দিলেন শিরিন শিলা
মা-বাবাকে নিয়ে আসিফের আবেগঘন পোস্ট