• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস, অরুণাকে যা বললেন মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১
ছবি সংগৃহীত

বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেটদুনিয়া। ছাত্র আন্দোলনের শুরু থেকেই ওই গ্রুপে শিক্ষার্থীদের বিপক্ষে নানান বিষয় নিয়ে চলত কথোপকথন। গ্রুপের সক্রিয় সদস্যদের মধ্যে অন্যতম অভিনেত্রী অরুণা বিশ্বাস। যিনি আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো কথা বলেছেন। সেসব কথার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন। এবার বিষয়টি নিয়ে সরব হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শুধু তাই নয়, শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালা’র পরামর্শ দেওয়ায় অরুণাকে ‘অমানুষ’ বলেও সম্বোধন করেন মাহি। গত ৪ সেপ্টেম্বর নিজের ফেসবুকে ফাঁস হওয়া স্ক্রিনশটের একটি ছবি শেয়ার করে পোস্ট দেন তিনি। সেখানে রাগান্বিত ইমোজি দিয়ে অরুণাকে ‘অমানুষ’ বলেন এই নায়িকা।

গত জুলাইয়ে আন্দোলন চলাকালে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদের দমাতে নিজেদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন শোবিজ অঙ্গনের আওয়ামী লীগপন্থী কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিক।

যেখানে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাবে দেন আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ অরুণা। সম্প্রতি সেই গ্রুপের বাকি সদস্যেদের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হওয়ায় যেখানে ভয়ংকর চিত্র উঠে আসে আওয়ামী লীগপন্থী তারকাদের, যা দেখে শিউরে ওঠেন সবাই।

প্রসঙ্গত, ‘আলো আসবেই’ গ্রুপটির নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। গ্রুপের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন, অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহিয়া মাহির স্ট্যাটাস নিয়ে নেটদুনিয়ায় শোরগোল
ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মাহি
‘তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো’
‘আলো আসবেই’ গ্রুপে শিল্পী সমিতির সদস্যদের থাকা নিয়ে যা বললেন মিশা