• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

একের পর এক সরকারি পুরস্কার ফেরত দিচ্ছেন কলকাতার শিল্পীরা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

একের পর এক পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা। নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দিয়েছেন নাট্যকার চন্দন সেন। পাশাপাশি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিতে চেয়েছেন।

এবার এ তালিকায় এলেন অভিনেতা সুপ্রিয় দত্ত। ২০২১ সালে পাওয়া ‘পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার’ ফিরিয়ে দিচ্ছেন তিনি। ৫ সেপ্টেম্বর রাজ্য সরকারকে ই-মেল করে দিয়েছেন সুপ্রিয়।

কলকাতার গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘আসলে বিপ্লব আমাকে রাস্তাটা দেখাল। আমাকে পুরস্কারটা ভালবেসেই দেওয়া হয়েছিল। কিন্তু এখন অবশ্য সেটা রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আসলে এই সরকার যা কিছু হয় চাপা দেওয়ার চেষ্টা করে। সেটা কেন হবে? আর ‘ফোঁস’ করার মন্তব্যটা বুঝিনি। ফাঁস করতে হবেই বা কেন? সব কিছুতেই ফসকে বেরিয়ে যাবে তা হতে পারে না। আমি তো অনেক পরে প্রতিবাদ করলাম, মানুষ তো ১৪ তারিখ থেকে রাস্তায়।’

তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে বহু ছবি, নাটকে অভিনয় করেছেন সুপ্রিয়। তার এই পুরস্কার ফেরানোর নেপথ্যে উত্তরপাড়ার বিধায়কের ‘বোনাস বিতর্ক’ও ইন্ধন জুগিয়েছে বলেই মনে করছেন অনেকে। সুপ্রিয় বলেন, ‘ওকে আসলে কেউ বাধা দিচ্ছে না। যা খুশি তাই বলছে। ও ‘শেক্সপিয়র’ নাটক করেছে, তার কাছে এমন শুনতে হবে! খালি মনে হচ্ছে, এটা বোধহয় আমার কাছে রাখা ঠিক নয়। খুব গ্লানিতে ভুগছি, গ্লানিমুক্ত হতে চাই।’

নবীন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় তার কর্মস্থল আরজি কর হাসপাতালে। এ ঘটনায় কাঞ্চনের বিবৃতি আসলে সরকারেরই ঘোষিত বা অঘোষিত আদেশনামা বলেই মনে করেন অভিনেতা। আর ঠিক এই কারণেই পুরস্কার ফিরিয়ে দিতে চান সুপ্রিয় দত্ত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনসার্টে ১০ জন পদপিষ্ট, মুখ খুললেন সংগীতশিল্পী
অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, কথিত সন্তানকে শিল্পী সমিতির তিন দিনের আল্টিমেটাম
মারা গেছেন সংগীতশিল্পী স্যাম মুর
‘সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও’