• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

‘মনে করার চেষ্টা করি, আম্মার সঙ্গে আমার শেষ কী কথা হয়েছিল’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৬
সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশবরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ২০১৪ সালের ২৬ মার্চ মা কুলসুম বেগমকে হারিয়েছেন তিনি। আর ২০২২ সালের ৮ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান নির্মাতার বাবা আব্দুর রউফ। চলতি বছর ২০ এপ্রিল ফারুকী হারিয়েছেন তার বড় বোনকে।

বিভিন্ন সাক্ষাৎকারে ফারুকী প্রায়ই বলে থাকেন, তার জীবনে তিনজন নারীর গুরুত্ব সবচেয়ে বেশি। তারা হলেন- মা, বড় বোন ও স্ত্রী (নুসরাত ইমরোজ তিশা)।

নির্মাতার কথায়, ‘তিন শক্তিশালী নারী- আমার মা, আমার বড় বোন এবং আমার স্ত্রী- আমাকে অনেক প্রভাবিত করেছে। তারা আমাকে সরাসরি কিছু না বলে শিখিয়েছিল জীবন কী এবং নীরবে আমাকে একজন মানুষ হিসাবে গঠন করেছে।’

প্রায়ই এই নির্মাতা তাদের নিয়ে স্মৃতিচারণ করেন বিভিন্ন অনুষ্ঠানে। লিখেন ফেসবুকের পাতায়ও। তারই ধারাবাহিকতায় ফারুকী এবার লিখলেন মাকে নিয়ে। তার কথায়, ‘আম্মার কবর জিয়ারত করতে করতে বহুবার ভেবেছি “আম্মা কোথায় গেলেন আসলে।” মাঝেমধ্যে মনে করার চেষ্টা করি, আম্মার সঙ্গে আমার শেষ কী নিয়ে কথা হয়েছিল। মনে করতে পারি না। এই কষ্ট আমাকে কুরে কুরে খায়। আবার ভাবি, আম্মার সঙ্গে কি আবার দেখা হবে এই একই রূপে?’

তিনি আরও বলেন, ‘আম্মা বলতেন, হাশরের ময়দানে আবার দেখা হবে। হাশরের ময়দানে কোটি মানুষের ভিড়ে আম্মা কি আমাকে খুঁজে পাবেন? আম্মা তো নাখালপাড়ার রাস্তাই ঠিকমতো চিনতেন না। হাশরের ওই অচেনা ময়দানে আমাদের কীভাবে খুঁজে পাবেন আম্মা?’

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ সমাবেশ থেকে ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান
ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমাপ্রার্থী জাপা: জি এম কাদের
১০ বছরে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর সম্পদ বেড়েছে ৬০ গুণ
সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য রিমান্ডে