• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

বৃষ্টিতে মজলেন পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭
পরীমণি
পরীমণি

বর্তমানে পর্দায় উপস্থিতি কম থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব চিত্রনায়িকা পরীমণি। প্রায় সময়ই নানান ভিডিও-ছবি দিয়ে নেটিজেনদের মাঝে উত্তাপ ছড়ান তিনি। সেসব দেখে উচ্ছ্বসিত হন ভক্তরাও। এবার বৃষ্টিতে মজলেন পরীমণি।

এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন তিনি। ফেসবুকে দেওয়া পরীমণির কিছু ছবি দেখে তা আঁচ করা যায়। সেসব ছবিতে এক নারীকেও তার সঙ্গে দেখা যায়।

কিছুদিন আগে পরীমণির ওয়ালে দেখা যায়, পানিতে পা ডুবিয়ে বসে আছেন নায়িকা। পরনে শাড়ি, সঙ্গে মুষলধারে বৃষ্টি। আলগা করে ছেড়ে দেওয়া তার ভেজা চুল। চোখ দুটো বন্ধ করে অনুভব করছেন বৃষ্টির ঝাপটা। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে নায়িকা লেখেন, ‘বসনে বর্ষার রং।’

সেদিন পরীমণির এই বিশেষ মুহূর্তটি শুধু ছবিতেই সীমাবদ্ধ ছিল। এবার পুরো চিত্রটির ভিডিও প্রকাশ্যে আনলেন তিনি। শনিবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন এই নায়িকা।

পরীমণির ফেসবুক থেকে নেওয়া

দেখা গেল, পরনে সেই সাদা ব্লাউজের নীল শাড়িটিই। মুষলধারে বৃষ্টি ঝরছে, কোনো এক সুইমিং পুলের পাশেই পরী। ফ্লোরে জমা বৃষ্টির জমা পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন। ভেজা চুলে একটু পর পর মোহনীয় চাহনি; মুখ থেকে সরিয়ে নিচ্ছিলেন ফোঁটায় ফোঁটায় পড়া বৃষ্টির পানি।

ভিডিওটির সঙ্গে একটি ‘পাতা ঝরা বৃষ্টি’ নামে একটি গান জুড়ে দেন পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন— ‘নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি আর নেই।' ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরীমণি।

এমন মোহনীয় লুকে পরীমণির ভিডিও দেখে আর অনুভূতি ধরে রাখতে পারেননি অনুরাগীরা। রীতিমতো মন্তব্যের ঝড় বয়ে দিয়েছেন এই নায়িকার কমেন্টসবক্সে। একজন লিখেছেন, ‘ভালোবাসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়।’ পরীমণির এক ভক্ত লেখেন, ‘যে নিজেকে ভালোবাসতে পেরেছে, সে তার জীবনে সফল হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ভিসা নিয়ে মন খারাপ পরীমণির
ঘুম থেকে উঠে ভিডিও’র পুরো অংশ দিয়ে আত্মসমর্পণ করলাম: পরীমণি
জয় আমার বান্ধবীর স্বামী, আমাকে জড়িয়ে গুঞ্জন ছড়াবেন না: পরীমণি
সন্তানদের সঙ্গে পরীমণির নতুন ভিডিও ভাইরাল