আমি তো সানি লিওন না: শিরিন শিলা

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ০৪:৩৮ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা। সম্প্রতি তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ‘মনগড়া কনটেন্ট’ ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা। 

বিজ্ঞাপন

ইদানীং কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়। যেখানে দাবি করা হয়, সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

এ ছাড়াও শিরিন শিলার বিলাসী জীবনযাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয়, অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী। 

বিষয়গুলো নিয়ে চরমভাবে ক্ষেপেছেন শিরিন শিলা। প্রথমদিকে এসবে নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক ভিডিওবার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। 

যেখানে শিরিন শিলা বলেন, ‘প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনোকাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল। সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুবলীগ নেতার সঙ্গে আমার সখ্যতা রয়েছে। তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি। যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি।’

বিজ্ঞাপন

তাদেরকে মিথ্যা প্রমাণ করে এই অভিনেত্রী বলেন, ‘দেখুন, আমি তো আমার বাসায়ই রয়েছি। গা ঢাকা দেব কেন? আর যাদের কথা বলা হচ্ছে, আমার জানামতে, তারা এখনো জেলে। তাদের আমেরিকার ভিসা নেই। আমি বাইরে গেলে আমেরিকায়ই যাই। গত ৬-৭ বছর আগে আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাইনি। শুধুমাত্র আমেরিকা ছাড়া। সেখানে তাদের সঙ্গে বিদেশ সফরের প্রশ্নই আসে না।’

প্রশ্ন ছুঁড়ে শিরিন শিলা বলেন, ‘আর একটা কথা, আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। আমি যদি এসবের সঙ্গে জড়িত থাকি তাহলে কীভাবে একজন অভিনেত্রী হলাম। আমি তো সানি লিওন না। আমি তো অভিনয় করি। আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিংক থাকে, তাহলে আজও কেনো সেটা প্রকাশ পায়নি?’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহব্যবসায়ী বলা হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। আমি জানি না কারা আমাকে নিয়ে এসব নিউজ করছে, তবে যারাই করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনুনাগত ব্যবস্থা নেব।’ 

এ বিষয়ে শিরিন শিলা জানান, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে ১৮টি ইউআরএলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেনে তিনি। পাশাপাশি মামলার প্রস্তুতিও নিচ্ছেন। 

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শিরিন শিলা। ক্যারিয়ারে জনপ্রিয় বা আলোচিত কোনো সিনেমা নেই তার। সিনেমার বাইরে ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission