• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আড়ালে থাকার কারণ জানালেন রাশমিকা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১
রাশমিকা মান্দানা
রাশমিকা মান্দানা

দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিকা মান্দানা। তামিলের পাশাপাশি বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। তবে গত এক মাসে কোথাও দেখা যায়নি তাকে। অবশেষে আড়ালে থাকার কারণ জানালেন রাশমিকা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পর্দায় না থাকার কারণ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে রাশমিকা লিখেছেন, বন্ধুরা, কেমন আছেন? কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাক্টিভ ছিলাম না আমি। কারণ, দুর্ঘটনার কবলে পড়েছিলাম। তাই সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত চিকিৎসকরা বাড়িতে বিশ্রামে থাকতে বলেছিলেন আমাকে।

অভিনেত্রী আরও লেখেন, এখন ভালো আছি। কাজে ফেরার মতো অবস্থায় আছি। আপনারাও নিজের শরীরের যত্ন নেওয়াকে প্রাধান্য দিন। জীবন খুবই ভঙ্গুর এবং সংক্ষিপ্ত। আমরা জানি না, আগামীকাল পৃথিবীতে থাকব কি না। সুতরাং প্রতিদিন আনন্দে থাকুন। তবে ঠিক কী হয়েছিল সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। গত বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির পর বক্সঅফিসে ঝড় তোলার পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে দর্শকদের। সামনে ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। আগামী ৬ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এ ছাড়াও আরও পাঁচটি সিনেমার কাজ হাতে রয়েছে তার।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাশমিকার চুড়িতে যেভাবে আহত হন আল্লু অর্জুন
আল্লু অর্জুনের দুঃসময়ে পাশে দাঁড়ালেন রাশমিকা মান্দানা
রাশমিকাকে নিয়ে মাহফিলে বয়ান, ক্ষমা চাইলেন আমির হামজা
ধর্মীয় আলোচনায় রাশমিকা মান্দানা, মুহূর্তেই ভাইরাল আমির হামজার বক্তব্য