• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবার অরুণা ও রোকেয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১০
অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী
অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় শিক্ষার্থী রুহুল আমিনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। তিনি কাঁচপুরের নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামের আবুল কাশেমের ছেলে।

গত ১৫ সেপ্টেম্বর আহত রুহুল সোনারগাঁ থানায় বাদী হয়ে নিজেই এ মামলা দায়ের করেন আমিন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন।

এ দুজন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহেনা ও ছেলে সজিব ওয়াজেদ জয়কে আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে ১৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয় আরও ৫০-৬০ জনকে।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বাদীকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। বর্তমানে পঙ্গুত্ব বরণ করে আছেন তিনি।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনে ছাত্রদের সঙ্গে যে এতকিছু হয়েছে জানতাম না: অরুণা বিশ্বাস
‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস, অরুণাকে যা বললেন পরীমণি
আন্দোলনকারীদের ওপর ‘গরম জল’ দিতে বলেছিলেন অরুণা বিশ্বাস
রোকেয়া প্রাচীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ