• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ভারতে ‘ইলিশ’ পাঠানো নিয়ে যা বললেন ফারুকী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও এবারে চিত্র ভিন্ন। কারণ, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ‘পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক পোস্টে ফারুকী লিখেছেন, আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদেরকে উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেওয়া। এটা বেশিরভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই।

তিনি আরও বলেন, আপনি মোদি সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদির তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে একশো কোটি মোদি নিশ্চয়ই না। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভেতরেও যে কত ভারত আছে। যাই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।

প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়। বিশেষ ক্ষেত্রে উপহারও পাঠানো হয়। তবে এবার দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এতে করে শঙ্কা দেখা দিয়েছে কলকাতায় বাড়বে ইলিশের দাম। এছাড়া বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ থেকেও বঞ্চিত হবেন তারা।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেলেন দেওবন্দের বিশিষ্ট আলেম কামরুদ্দিন গোরখপুরী
ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিলো ভারত
দিল্লিতে শেখ হাসিনা, তলানিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক: এবিসি