• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

গান চুরির অভিযোগে গায়িকার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১১
মাইলি সাইরাস
মাইলি সাইরাস

মার্কিন গায়িকা মাইলি সাইরাস, তার সহগীতিকার গ্রেগরি হেইন ও মাইকেল পোলাকের বিরুদ্ধে গান চুরির অভিযোগে মামলা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্টে এ মামলা দায়ের করেছে টেম্পো মিউজিক ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের সূত্র হতে জানা গেছে, ২০১৩ সালে প্রকাশিত হয় মার্কিন গায়ক ব্রুনো মার্সের ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’ গানটি। এ গানের অংশ বিশেষ মাইলির গাওয়া ‘ফ্লাওয়ার্স’ গানে ব্যবহার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মাইলির গানটি মুক্তি পায় ২০২৩ সালে।

জানা গেছে, টেম্পো মিউজিক ইনভেস্টমেন্ট নামে এ কোম্পানির কাছে ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’ গানের আংশিক স্বত্ব আছে।

তবে বিষয়টির সত্যতা জানতে মাইলি সাইরাস ও গায়ক ব্রুনো মার্সের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যমটি। কিন্তু তাদের কোনো মন্তব্য পায়নি।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়