• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন চার্লি পুথ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৫
ছবি সংগৃহীত

ছোটবেলার বান্ধবী ব্রুকি সানসোনার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। গেল বছরের ডিসেম্বরে ব্রুকির সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। পরে গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে বিয়ে করেন তারা।

তবে বিয়ের ১০ দিন পর গত ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের বিয়ের খবরটি জানান চার্লি। তার ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট দেন তিনি।

ছবির ক্যাপশনে চার্লি লেখেন, আমি তোমাকে ভালোবাসি ব্রুক। সবসময় নিজের সেরাটা দিতে চাই তোমাকে। আমি প্রতিজ্ঞা করছি, তোমার জীবনের প্রতিটি দিন তোমাকে ভালোবসে যাব। আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে। এখন ব্রুকি আশলে সানসোন থেকে তুমি ব্রুকি আশলে পুথ। আমাকে সবচেয়ে সুখী পুরুষ বানানোর কারিগর তুমি, কৃতজ্ঞতা তোমার প্রতি।

চার্লি পুথ ও ব্রুকি দুজনেই নিউ জার্সির বাসিন্দা। ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন তারা। ২০২২ সালের ডিসেম্বরে গায়কের ৩১তম জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন চার্লি-ব্রুকি।

সে সময় এই সংগীতশিল্পী জানিয়েছিলেন, সে এমন একজন যার সঙ্গে আমি বড় হয়েছি, দীর্ঘ সময়ের জন্য জীবনে পরিচিত এমন কাউকে পাওয়া সুন্দর। ভবিষ্যতে কঠিন সময় এলেও সে আমার পাশে থাকবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘সি ইউ অ্যাগেইন’গানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান চার্লি। এ ছাড়া ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান কল অ্যাওয়ে’এবং ‘উই ডোন্ট টক অ্যানিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়