• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

গায়ক হিমেশের বাবা আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭
ছবি সংগৃহীত

মারা গেছেন বলিউডের জনপ্রিয় গায়ক-অভিনেতা হিমেশ রেশমিয়ার বাবা সংগীত পরিচালক বিপিন রেশমিয়া। গত ১৮ সেপ্টম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রেশমিয়া পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বনিতা থাপার বলেন, বিপিন রেশমিয়ার শ্বাসকষ্টের সমস্যা ছিল। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও বলেন, আমি তাদের পারিবারিক বন্ধু। আমি তাকে (বিপিন) পাপা বলে ডাকতাম। ১৯ সেপ্টেম্বর মুম্বাইয়ের জুহুতে পাপার শেষকৃত্য সম্পন্ন হবে।

সংগীত পরিচালক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন বিপিন রেশমিয়া। তার লেখা গান কণ্ঠে তুলেছেন সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, কিশোর কুমারের মতো শিল্পীরা।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়