• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক দেওয়ান হাবিব

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫১
আরটিভি
ছবি: আরটিভি

চির নিদ্রায় শায়িত হলেন সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান হাবিব। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাহন করা হয়।

দেওয়ান হাবিবের ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ জানান, ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন দেওয়ান হাবিব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাংবাদিক দেওয়ান হাবিব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে সাপ্তাহিক বিনোদন বিচিত্রা ম্যাগাজিনটি প্রকাশ করে আসছিলেন তিনি।

এছাড়া নাটক প্রযোজনার সাথেও জড়িত ছিলেন তিনি। সালমান শাহ ও শমী কায়সারকে নিয়ে করা অরুণ চৌধুরীর নাটকটির প্রযোজকও ছিলেন দেওয়ান হাবিব। তার মৃত্যুতে সিনেসাংবাদিক থেকে শুরু করে নাটক সিনেমার মানুষরাও শোক প্রকাশ করছেন।

আরটিভি / এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
ডিপ ফ্রিজ খুলে হাত-পা বাঁধা মায়ের মরদেহ দেখলেন ছেলে
সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: পিআইবি মহাপরিচালক
গণমাধ্যমের ওপর আক্রমণ-হুমকি বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী: টিআইবি