অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানান। গত ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘যুধরা’। এটি নির্মাণ করেছেন রবি উদয়ওয়ার। সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে জুটি বেঁধেছেন মালবিকা। এতে ‘সাথিয়া’ শিরোনামে একটি গানে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় এই জুটিকে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন মালবিকা।
সম্প্রতি সিদ্ধার্থ কানানকে দেওয়া এক সাক্ষাৎকার মালবিকা বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং স্বস্তি বোধ করা সহজ নয়। শুটিং সেটে এখন ইন্টিমেসি কো-অর্ডিনেটর রাখা হচ্ছে। এটি ভালো দিক। অন্তরঙ্গ হওয়ার প্রক্রিয়াটি, কাজটি করার মতো সহজ নয়। কিন্তু ইন্টিমেসি কো-অর্ডিনেটর কাজটি সহজ করে দিচ্ছে।
অভিনেত্রী বলেন, গানটির শুটিং করার সময়ে অন্তরঙ্গ দৃশ্যের চেয়ে ঠান্ডার ব্যাপারে বেশি চিন্তায় ছিলাম আমরা। এতে একাধিক অন্তরঙ্গ মুহূর্তের শুটিং করেছি, যেখানে চুম্বন দৃশ্য রয়েছে। আমরা ঢেউয়ের বিপরীতে ছিলাম, পানি প্রচন্ড হিমায়িত ছিল! তবুও আমাদের চুম্বনের দৃশ্যের শুটিং শেষ করতে হয়।
তিনি আরও বলেন, আমরা যখন পরস্পরের কাছাকাছি ছিলাম, তখন আমাদের মনে হয়েছিল, ‘আমরা কি ঠিক আছি?’ আসলে খুবই ঠান্ডা ছিল। চুম্বন দৃশ্যের অধিকাংশ ‘বিহাইন্ড দ্য সিন’ দেখে খুবই বোকা বোকা লাগছিল এবং মজার ছিল।
গানটিতে সৈকতে রোমান্স করতে দেখা যায় মালবিকা-সিদ্ধান্তকে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল বিকিনি, সারং। অন্যদিকে সিদ্ধান্ত পরেছিলেন সাদা রঙের খোলা শার্ট। দুজনেই সৈকতে রোমান্সে মেতে ওঠেন।
প্রসঙ্গত, মালবিকা-সিদ্ধান্ত ছাড়াও ‘যুধরা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন, গজরাজ রাও, রাম কাপুর, শিল্পা শুক্লা, রাজ অর্জুনসহ অনেকেই।
মন্তব্য করুন