গুলশান থানায় রিংকুর মুক্তির দাবিতে নির্মাতাদের বিক্ষোভ
নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।
গ্রেপ্তারের কারণ হিসেবে গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, গুলশান থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।
রিংকুকে গ্রেপ্তারের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না শোবিজ অঙ্গনের অনেকেই। খবরটি পাওয়ার পরপরই প্রতিবাদে সরব হন নির্মাতা-শিল্পীরা।
এদিকে, রিংকুকে আটকের ঘটনায় গুলশান থানার ভেতরে বিক্ষোভ করেছেন নাট্য নির্মাতারা। এসময় তারা স্লোগান দিতে থাকেন। অবিলম্বে রিংকুর মুক্তি দাবি করেন। রিংকুকে এসময় গুলশান থানার ভেতর হাতকড়া পরা অবস্থায় দেখা যায়।
নির্মাতারা স্লোগানব দিতে দিতে বলেন, রিকংকু তোমার ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই।
দেড় শতাধিকের মতো নাটক নির্মাণ করেছেন তিনি। এরমধ্যে বেশ কয়েকটি নাটক পেয়েছে জনপ্রিয়তা। এ নির্মাতার উল্লেখযোগ্য নির্মাণ ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’।
আরটিভি / এএ
মন্তব্য করুন