বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে ঊর্মিলা
বলি ইন্ডাস্ট্রিতে ডিভোর্স নতুন কিছু নয়। পান থেকে চুন খসলেই যেন দাম্পত্য জীবনের ইতি টানতে মরিয়া হয়ে ওঠেন তারকারা। বিবাহবিচ্ছেদ চেয়ে হাজির হন আদালত প্রাঙ্গণে। এবার ডিভোর্স চাইলেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর।
বিয়ের আট বছর পর স্বামী মহসিন আখতার মীরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তিনি। ঊর্মিলার অভিযোগ, তার স্বামী বয়সে অভিনেত্রীর চেয়ে প্রায় ১০ বছরের ছোট। ফলে এই বিবাহ ঘিরে দুজনের মধ্যে খানিকটা পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি ছিল। তা ছাড়া ঊর্মিলা-মহসিরে ধর্মও ভিন্ন।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, এই বিবাহবিচ্ছেদে কোনো আপোশে সম্ভব হবে না। তাই আইনি লড়াইয়ে জড়াতে হচ্ছে ঊর্মিলাকে।
২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা-মহসিন। ভিন্ন ধর্মে বিবাহ ও বয়সের পার্থক্য থাকায় খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে করেছিলেন তারা। নব্বই দশকে ঊর্মিলার নাচে মুগ্ধ ছিল বলিউড।
যদিও অভিনেত্রীর জনপ্রিয়তার ধারে কাছে কোনো দিন আসেননি মহসিন। তবে প্রাথমিকভাবে রুপালি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও। পরে ব্যবসাকেই পেশা হিসেবে নেন এই কাশ্মীরি যুবক।
আরটিভি /এইচএসকে-টি
মন্তব্য করুন