• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

জামিন পেলেন নাট্যনির্মাতা রিংকু

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যা মামলায় জামিন পেয়েছেন নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান।

সেই মামলায় রাফাত মজুমদার রিংকুকে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে গুলশান থেকে আটক করে পুলিশ। এরপর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রাজু আহমেদ। এ সময় রিংকুর পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানির পর জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত দুই দিন কারাগারে থাকার পর অবশেষে বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।

রিংকুর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’ প্রভৃতি।

আরটিভি /এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খ্যাতনামা নির্মাতা সি বি জামান মারা গেছেন
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের 
চলে গেলেন নির্মাতা রাজা মিত্র
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ভালো নির্মাতা দরকার: সিয়াম