• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মার্কিন অভিনেতা ড্রেক হগস্টেইন আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১
ড্রেক হগস্টেইন
ড্রেক হগস্টেইন

মারা গেছেন মার্কিন অভিনেতা ড্রেক হগস্টেইন। গত ২৭ সেপ্টেম্বর মারা যান এই অভিনতো। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০। গত ২৮ সেপ্টেম্বর ছিল অভিনেতার জন্মদিন। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন ড্রেক হগস্টেইন। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে তার পরিবার।

ওই বিবৃতিতে বলা হয়, আমাদের প্রিয় ‘ডেইজ অব আওয়ার লাইভস’ অভিনেতা ড্রেক হগস্টেইন আর নেই। দীর্ঘদিন ধরে তিনি অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর সময় অভিনেতার পাশে তার প্রিয়জনেরা ছিলেন।

দীর্ঘ ৩৮ বছর ধরে টেলিভিশন ধারাবাহিক ‘ডেইজ অব আওয়ার লাইভস’-এ অভিনয় করেছেন ড্রেক হগস্টেইন। এতে ‘জন ব্ল্যাক’ চরিত্রটিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা।

গণমাধ্যমকে ‘ডেইজ অব আওয়ার লাইভস’র প্রযোজক কেন কর্ডে বলেন, অভিনেতার প্রয়াণ সকলের জন্যই কষ্টের। তাকে কতটা মনে পড়বে তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের শো’তে তার প্রভাব ছিল ব্যক্তিগত এবং পেশাগত দুই ভাবেই। তার অভাব কখনও পূরণ হবার নয়। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহশিল্পীরা।

আরটিভি/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়