• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মারা গেছেন কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ অক্টোবর ২০২৪, ০৯:১৩
পার্ক জি আ

জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ আর নেই। গত ৩০ সেপ্টেম্বর মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর।

কোরিয়া টাইমসের সূত্র অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পার্ক জি। আগামী ২ অক্টোবর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে এই অভিনেত্রীর। তার স্মরণে সম্মান জানানো হবে সিউলের আসান মেডিকেল সেন্টারে।

পার্ক জির মৃত্যুতে একটি বিবৃতিতে তার এজেন্সি বিলিয়নস জানায়, আমরা চিরদিন অভিনয়ের প্রতি তার আবেগকে মনে রাখব, যা শেষ পর্যন্ত তার মধ্যে বিদ্যমান ছিল। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।

২০০২ সালে ‘দ্য কোস্টগার্ড’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় পার্ক জির। এরপর ক্যারিয়ারে ‘এপিটাফ’, ‘ব্লাডি হার্ট’, ‘ক্লিন আপ’র মতো সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমা ও সিরিজের বাইরে মঞ্চ নাটকেও অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী পার্ক জিকে। চলতি বছরের শুরুর দিকেই ‘উয়াইফ’ নাটকের মঞ্চে উঠেছিলেন তিনি। যতদিন স্বাস্থ্য ভালো ছিল, ততদিন সরাসরি দর্শকের সঙ্গে যুক্ত ছিলেন এ অভিনেত্রী।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়