• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কলকাতার সিনেমায় অপূর্বর অভিষেক

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ অক্টোবর ২০২৪, ১৫:৩৪
জিয়াউল ফারুক অপূর্ব

শোবিজের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। পরবর্তীতে নাম লেখান বড় পর্দায়। এবার জানা গেল, শিগগিরই কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। প্রায় ৮ বছরে বিরতি টেনে সিনেমায় ফিরেছেন অপূর্ব।

সিনেমাটির নাম ‘চালচিত্র’। এটি নির্মাণ করেছেন প্রতিম ডি গুপ্ত। এ সিনেমার মাধ্যমেই কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে অপূর্বর।

সিনেমায় এক রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।

সিনেমাটি নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন, শহরে পর পর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছর পুরনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল আছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই সিনেমা।

সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। সবকিছু ঠিক থাকলে বড় দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে অপূর্বর ‘চালচিত্র’।

এর আগে, আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমায় অভিনয় করেছিলেন অপূর্ব। ২০১৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিল তার প্রথম সিনেমা। এবার দ্বিতীয় সিনেমা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অভিনেতার ভক্তরা।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা
প্রকাশ্যে ‘চালচিত্র’র ফার্স্টলুক, রহস্যময় হাসিতে নজর কাড়লেন অপূর্ব
বেঁচে থেকে লাভ কী: স্বস্তিকা
জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা