• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিদ্রোহী কবির নাতি কাজী অনির্বাণ মারা গেছেন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ অক্টোবর ২০২৪, ১৯:৩৫
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অনির্বাণ ছিলেন কবির কনিষ্ঠপুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে। তিনি পেশায় চিত্রশিল্পী ছিলেন।

গণমাধ্যমে অনির্বাণের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন কবির বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা খিলখিল কাজী।

তিনি বলেন, কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা দোয়া করবেন।

তিনি আরও বলেন, কলকাতায় সমাহিত করা হবে কাজী অনির্বাণের মরদেহ। ভাইকে শেষবার দেখতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতজ্ঞ ও ডাকসাইটে গিটারিস্ট। নজরুল জীবিত থাকা অবস্থায়ই মারা যান তিনি।

মৃত্যুর সময় তিনি রেখে যান বড় ছেলে কাজী অনির্বাণ, ছোট ছেলে কাজী অরিন্দম সুবর্ণ ও মেয়ে কাজী অনিন্দিতাকে।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুঞ্জীভূত ক্ষোভের ফল ছাত্রজনতার আন্দোলন: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ঢাকায় ইরানের মহাকবি হাফিজ ও জাতীয় কবি নজরুলের স্মরণে আলোচনা
কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় থাকছেন যারা
নতুন আবহে নজরুলের গান