• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

মানহীন মেকআপ লুকে ধরা দিলেন জেফার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৩৪
জেফার রহমান

ভিন্ন ধারার গান ও ফ্যাশনের জন্য বরাবরই নজর কাড়েন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি কিংবা ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবার নেটদুনিয়ায় মানহীন মেকআপ লুকে ধরা দিলেন জেফার।

সম্প্রতি নিজের ফেসুবকে কয়েকটি ছবি পোস্ট করেছেন এই গায়িকা। যেখানে খোলামেলা পোশাকে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন জেফার।

ওই ছবিগুলোতে দেখা যায়, গায়িকার পরনে রয়েছে, হাফ জিন্স আর সাদা ক্রপ টপ। খোলা চুল, মাথায় রোদ চশমা আর লো মেকআপ লুকে গুহার মাঝে উত্তাপ ছড়াচ্ছেন তিনি। তবে কানে দুল, ঠোটে হালকা লিপিস্টিক আর চোখের চাহনি যেন নজর কেড়েছে ভক্তদের।

এদিকে ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে জেফারের কমেন্টবক্সে। গায়িকার রূপের প্রশংসার পাশাপাশি কটাক্ষও করেছেন ভক্তরা।

প্রসঙ্গত, বাংলাদেশি প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান হচ্ছেন জেফার। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেন। ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান। পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন। এছাড়া প্রযোজকও হিসেবেও কাজ করেন জেফার।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার, মুখ খুললেন জেফার
কনসার্টে নেচে তুমুল সমালোচনায় জেফার, ভিডিও ভাইরাল
মেয়াদোত্তীর্ণ মেকআপ ব্যবহারে যা হয়
রাফসান, সবাই তোমাকে খুঁজছে : জেফার