গোপনে বিয়ে করলেন গায়ক উমাইর
গোপনে আবারও বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী উমাইর জাসওয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গায়ক নিজেই। তবে পাত্রী কে কিংবা কবে বিয়ে করেছেন, সে প্রসঙ্গে কিছু উল্লেখ করেননি তিনি।
পাকিস্তানি গণমাধ্যম সিয়াসাতের সূত্র অনুযায়ী, গত ৭ অক্টোবর নিজের ইনস্টাগ্রামে ক্রিম রঙের বিয়ের পোশাকে একটি ছবি শেয়ার করে বিয়ের খবর জানান উমাইর।
ক্যাপশনে গায়ক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। সঙ্গে একটি কুরআনের আয়াতও জুড়ে দিয়েছেন উমাইর। যার অর্থ, আপনার প্রভু অবশ্যই আপনাকে এত দেবেন যে, আপনি খুশি হবেন।
এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আনলেও করলেও পাত্রী সম্পর্কে কিছু জানাননি উমাইর। ফলে গায়কের দ্বিতীয় স্ত্রীকে দেখতে তর সইছে না ভক্তদের। কারণ গায়কের আগের স্ত্রী ছিলেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ। তাই এবার কাকে বিয়ে করলেন তা জানতে কৌতূহলের যেন শেষ নেই ভক্ত-অনুরাগীদের।
২০২০ সালের অক্টোবরে সানাকে বিয়ে করেছিলেন উমাইর। বিয়ের মাত্র কয়েক বছরের মাথায় বিচ্ছেদের গুঞ্জন তীব্র হতে থাকে এই তারকা দম্পতির। চলতি বছর জানুয়ারিতে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে সানার বিয়ের খবর ছড়িয়ে পড়লে অভিনেত্রীর সঙ্গে উমাইরের বিচ্ছেদের খবর নিশ্চিত হওয়া যায়।
আরটিভি/এইচএসকে/এআর
মন্তব্য করুন