• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বিয়ের চার বছরের মাথায় সংসার ভাঙল তারকা দম্পতির

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৯ অক্টোবর ২০২৪, ১৩:৩৭
আঘা আলী ও হিনা আলতাফ

দিন দিন বেড়েই চলেছে তারকাদের ডিভোর্স। পান থেকে চুন খসলেই সাংসার ভাংতে মরিয়া হয়ে ওঠেন তারা। বেছে নেন বিচ্ছেদের পথ। এবার বিয়ের চার বছরের মাথায় সংসার জীবনের ইতি টানলেন পাকিস্তানি তারকা দম্পতি অভিনেতা আঘা আলী ও অভিনেত্রী হিনা আলতাফ।

২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলে তারা। কিন্তু কিছুদিন না যেতেই তাদের সুখের সংসারে হানা দেয় বিচ্ছেদের গুঞ্জন। যা গত কয়েক বছর ধরে কেবলই গুঞ্জন হিসেবে ধরে নেওয়া হয়েছিল। তবে এবার বিচ্ছেদের সত্যতা নিশ্চিত করলেন আঘা আলী নিজেই।

সম্প্রতি অভিনেতা আহমেদ আলী বাটের পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই বিচ্ছেদের কথা জানান তিনি। অভিনেতা বলেন, হিনা আলতাফের নিজেই বিচ্ছেদ করেছেন তিনি। পাশাপাশি বিচ্ছেদ পরিস্থিতির মধ্যেও বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনক ছিল সম্পর্ক তাদের। বর্তমানে বেশ ভালো আছি।

তবে কবে, কীভাবে এবং কেন বিচ্ছেদ হলো, এ ব্যাপারে কথা বলেননি আঘা আলী। তারা দুজনই আড়ালে রেখেছেন বিষয়টি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও বিষয়টিকে দূরে রেখেছেন তারা।

আঘা আলী আরও বলেন, কোনো সম্পর্ক সুখের করে তুলতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। আপনাকে এ জন্য চেষ্টা করতে হবে এবং একইসঙ্গে প্রার্থনাও করতে হবে। কিন্তু আপনি যদি উভয় ক্ষেত্রে তা না করেন বা ব্যর্থ হন, তাহলে একমাত্র উপায় সম্মানের সঙ্গে সেখান থেকে বের হয়ে আসা।

প্রসঙ্গত, উপস্থাপক হিসেবে মাত্র ১৯ বছর বয়সে শোবিজে কাজ শুরু করেন আঘা আলী। পরবর্তীতে ‘ইয়াদ পিয়া কি আয়ে’ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন এই অভিনেতা। অন্যদিকে ভিজে হিসেবে টেলিভিশন ক্যারিয়ার শুরু করেছিলেন হিনা আলতাফ। পরে অভিনয়ে নাম লেখান তিনিও।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়