‘দরদ’র জন্য কোটি টাকা পুরস্কার!
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’ মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর। ছবিটি নিয়ে দেশের দর্শকদের অপেক্ষা ছিল। কেননা এই ছবির মাধ্যমে শাকিব প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখছেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী ‘দরদ’ একই দিনে মুক্তি দেওয়া হবে। এই ছবিতে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।
এদিকে, ট্রেলার উন্মোচনের মধ্যদিয়ে ‘দরদ’র মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতা অনন্য মামুন। সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ২৪ ঘণ্টার মধ্যেই এটি দেখেছেন ২০ লাখেরও বেশি দর্শক।
দর্শকের এমন সাড়া পেয়ে পরিচালক কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমার ভালো লাগলো এই প্রথম কোনো সিনেমার গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে।
সেই সঙ্গে দর্শকদের উদ্দেশে একটি চ্যালেঞ্জও ছুড়ে দেন অনন্য মামুন। সিনেমার গল্প মেলাতে পারলে কোটি টাকা পুরস্কারের ঘোষণাও দেন তিনি।
অনন্য মামুনের কথায়, এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।
‘দরদ’-এ আরও আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকে।
আরটিভি /এএ/এসএ
মন্তব্য করুন