ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মাকে নিয়ে শাহরুখের আবেগঘন উত্তর

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ০২:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান। তবে তার এই বলিউডের যাত্রাটা খূব একটা যে সহজ ছিলো না তা সবারই জানা। বলিউড পা রাখার আগেই প্রয়াত হন শাহরুখ খানের বাবা-মা। তবে কিং খানের অভিনয় জীবনের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে তার অভিভাবকদের। অল্প বয়সে অভিভাবকদের হারালেও, অভিনেতার একের পর এক সিনেমায় অভিনয়ের অনুপ্রেরণা বাবা মীর তাজ মহম্মদ খান এবং মা লতিফ ফাতিমা। 

বিজ্ঞাপন

মা-বাবাকে নিয়ে সাধারণত প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেন না শাহরুখ। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার অভিভাবকদের নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

শাহরুখ বলেন, ‘জানি না, সব সময় মনে হত আমি খুব বড় বড় ছবিতে অভিনয় করব। যাতে স্বর্গ থেকে আমার মা এবং বাবা ছবিগুলো দেখতে পান। আমি এখনও এটা বিশ্বাস করি এবং তাতে কাজও দেয়। কোন তারাটি আমার মা, আমি সেটাও জানি।’ 

মা জীবিত থাকলে কোন ছবিতে ছেলের অভিনয় পছন্দ করতেন এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা জানান, ‘দেবদাস’ ছবিতে তার অভিনয় মায়ের পছন্দ হত। অভিনেতার কথায়, ‘ছবিতে আমাকে দেখলে তিনি প্রশংসাই করতেন। অভিনেতাদের মধ্যে অনেকেই আমাকে ছবিটি করতে নিষেধ করেন। কিন্তু আমি ছবিটা করতেই চেয়েছিলাম। হয়ত আমার মাকে দেখানোর জন্যই যে, দেখো মা, আমি ‘দেবদাস’ ছবিতে অভিনয় করছি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছর শাহরুখ অভিনীত মুক্তি পাওয়া ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’— তিনটি ছবিই বক্স অফিসে একাধিক নজির গড়েছে। এই মুহূর্তে ‘কিং’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ। এই ছবিতে একজন হত্যাকারীর চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। সুজয় ঘোষ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গেই অভিনয় করছেন কন্যা সুহানা খান।

আরটিভি /এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |