বিয়ে করে ডিবি অফিসে যেতে হলো ‘মালো মা’র গায়ক সাগরকে

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ , ০৪:৪৮ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘মালো মা’ গানটি শুনেননি এমন লোক খুঁজে পাওয়া দায়। এই গানটির গায়ক সাগর দেওয়ান বিয়ে করেছেন। কনের নাম ফারিয়া মাহিন। পড়াশোনা করছেন নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে। তাদের পরিবার আমেরিকাতেই স্থায়ী। চার মাসে আগে একপ্রকার  পালিয়েই বিয়েটি সেরেছেন তারা।

বিজ্ঞাপন

সাগর বলেন, আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। দুজন দুজনকে ভালোবাসি। তাই বিয়ের সিদ্ধান্ত নিই। ইচ্ছে আছে শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার।

বিজ্ঞাপন

এদিকে তাদের বিয়েটা এতটা সহজ ছিল না। কারণ দুই পরিবারের কেউই এটা মানতে চাইছিলেন না। তাই পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

সাগর বলেন, আমাদের সম্পর্ক গড়ার আগেই দুজন দুই পরিবারের মতামত নিয়েছিলাম। মানে জানিয়েছিলাম। এরপর তার পরিবার থেকে বিরূপ প্রতিক্রিয়া পাই। বিয়ে নিয়ে বেশ হয়রানির শিকারও হতে হয়েছে। থানা-পুলিশ থেকে শুরু করে অনেক কিছুই করেছে তারা। কিন্তু আমরা তো বিয়ে করেছি। অন্য কিছু নয়। আমার পরিবার মেনে নিয়েছে। কিন্তু তাদের পরিবারের লোকজন তাদের মাথা ব্যাথার শেষ হয়নি। ডিবি কার্যালয়েও যেতে হয়েছে। সেখানে গিয়ে আমরা বিয়ের সব প্রমাণ দিয়েছি। এটা ঢাকার ডিবি কার্যালয় নয়। অন্য একটি।

বিজ্ঞাপন

এখন কি স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ হয় জানতে চাইলে সাগর বলেন, তাদের মেয়ের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয়। কিন্তু আমার শুধু তার (ফারিয়া) বাবার সঙ্গে যোগাযোগ হয়। যোগাযোগ না থাকা ও পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না—স্ত্রীর পরিবারের এমন সব অভিযোগ নিয়েও কথা বলেন সাগর।

সাগর আরও বলেন, ফারিয়ার মা তার ল্যাপটপ ও গ্রিন কার্ডটা নিয়ে গেছে। তাই তার পড়াশোনাটাও বাধাগ্রস্ত হচ্ছে। মূলত ল্যাপটপেই ভার্সিটির পাসওয়ার্ডসহ অন্যান্য সব কিছু আছে। কিন্তু আমি তাদের মেয়েকে পড়াশোনা করতে দিচ্ছি না, এমন অভিযোগ করেছেন তার বড় ভাই, যা সত্যি না। আমি ফারিয়াকে বলেছি, তোমার যখন ইচ্ছে যেতে পার, পড়াশোনা করতে পার।

প্রসঙ্গত, সুরকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের সংগীত পরিচালনায় চলতি বছর ‘মালো মা’ প্রকাশ করে কোক স্টুডিও বাংলা। এ গানের গীতিকার খালেক দেওয়ান। মালো মা গেয়েছিলেন খালেক দেওয়ানের নাতি সাগর দেওয়ান। এ গান দিয়েই তুমুল জনপ্রিয়তা পান এ সংগীতশিল্পী।

আরটিভি /এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission