• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অভিনেতার স্ত্রীর ওপর হামলা, কেটে গেছে শ্বাসনালী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২০ অক্টোবর ২০২৪, ১৬:৪৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনেতা-নির্মাতা সাজু মেহেদীর টাঙ্গাইলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের আক্রমণে তার স্ত্রী নাদিয়া আক্তার নদীর গলার শ্বাসনালী কেটে গেছে। বর্তমানে তিনি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৯ অক্টোবর) টাঙ্গাইলের সাবালিয়া বটতলা এলাকায় বেলা ১টার ‍দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে ডাকাতি করে বাসা থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড ও অন্যান্য কাগজপত্র নিয়ে গেছে ওই ডাকাত।

এদিকে অভিনেতা-নির্মাতার সাজুর দাবি, তার স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ডাকাত সেজে বাসায় গিয়ে এমন নৃশংস আক্রমণ করেছে।

ঘটনার বিবরণ জানিয়ে সাজু বলেন, ক’দিন আগেই কুরতুবী মাদ্রাসা মোড়ে আমরা একটা কসমেটিক্সের দোকান দিয়েছি। তো একজন লোক শাড়ি-কাপড় সাপ্লাই দেওয়ার কথা বলে আমার স্ত্রীকে। ওই লোককে শাড়ি-কাপড় দোকানে পৌঁছে দেওয়ার কথা বললে আমার স্ত্রীর কাছে সে জানতে চায়, এখন কোথায় আছেন? আমার স্ত্রী জানান, দোকান থেকে বাসায় ফিরছে। এর একটু পরই বাসায় গেলে আমার স্ত্রীর গলায় ছুরি দিয়ে আক্রমণ করে একজন। ওর শ্বাসনালী কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন ওই ডাকাত আমার স্ত্রীকে এ অবস্থায় বাথরুমে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সে তখন চিৎকার করতেও পারছিল না। অবশেষে ডাকাত পালিয়ে গেলে, বাথরুমের ভেতর থেকে একটা ব্রাশের হাতল দিয়ে চেষ্টা করে বেরিয়ে আসতে সক্ষম হয়। তখন বাসায় আমরা কেউ ছিলাম না। আমার ছেলে ছিল দোকানে।

সাজু আরও বলেন, আমার স্ত্রীকে হত্যার উদ্দেশেই এমন আক্রমণ হয়েছে। আগে থেকেই হয়তো ডাকাতরা তাকে ফলো করছিল। ডাকাত একজনই ঘরে ঢুকেছিল, আমরা তাকে চিনতে পেরেছি। তার মোবাইল নাম্বার পেয়েছি। অতি দ্রুত মামলা করব।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটকে কাজ করছেন সাজু মেহেদী। নির্মাণের পাশাপাশি তাকে অভিনয়েও দেখা গেছে।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর সুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা
স্ত্রীসহ মক্কায় মেসির হজের ছবি ভাইরাল, যা জানা গেল
মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী
টিকটক নিয়ে কলহে স্ত্রীর আত্মহত্যা, অল্পের জন্য বেঁচে গেলেন স্বামী