• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

যে কারণে অস্কার নিয়ে আক্ষেপ এ আর রহমানের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ অক্টোবর ২০২৪, ১৩:৩৫
এ আর রহমান

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান। ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নেয়র’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য অস্কার পান তিনি। সম্প্রতি তার এই অর্জন নিয়ে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে রহমানকে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের চর্চা তুঙ্গে।

আক্ষেপের সুরে রহমান বলেন, তার অস্কার জয়ে এখন আর কারও কিছু আসে-যায় কি? হঠাৎ গায়কের এমন মন্তব্য নানান প্রশ্নের জন্ম দিয়েছে তার ভক্তদের মনে।

সম্প্রতি বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রহমান বলেন, নিজেকে নিয়ে নতুন করে প্রমাণ করার কোনো তাগিদ নেই তার। তাই ক্যারিয়ারের এই বাঁকে দাঁড়িয়ে বেছে বেছে কাজ করতে আগ্রহী তিনি।

তিনি আরও বলেন, অনেক বছর আগে আমি অস্কার জিতেছিলাম। কিন্তু, এখন তা নিয়ে কারও কিছু আসে-যায় কি? আমি সেই কাজগুলোই করছি, যেগুলো আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

রহমান বলেন, কাজের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া এবং পরিচালকদের তরফে আমাকে ভুল পথে নেওয়ার প্রবণতা। অদ্ভুত বা বিদঘুটে গানের লিরিক দেওয়া হলে নিজেকেই প্রশ্ন করি, পরবর্তীতে কি আমি মঞ্চে এই গানটা গাইতে পারব? তাই পছন্দ না হলে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন বলে জানান রহমান।

প্রসঙ্গত, ১৯৯২ সালে মণিরত্নম পরিচালিত একটি কফির বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দেন রহমান। এরপরই মণিরত্নমের তামিল সিনেমা ‘রোজা’ সিনেমায় প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজের সুযোগ পান তিনি। এরপর একের পর এক গান দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন এই গায়ক।

২০১৪ সালে তিনি ৪টি জাতীয় পুরস্কার, ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন রহমান। সে বছর ১৩৮টি নমিনেশনের মধ্যে ১১৭টিতেই পুরস্কার জিতে নিয়েছিলেন এই সংগীতশিল্পী। এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম একই বছর দুটি অস্কার জিতেছিলেন।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ আর রহমানের পরকীয়ার গুঞ্জন, মুখ খুললেন তিন সন্তান
বিচ্ছেদ ঘোষণার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
মোহিনীর সঙ্গে এ আর রহমানের পরকীয়ার গুঞ্জন, যা জানালেন আইনজীবী
এ আর রহমানের বিচ্ছেদ, যা বললেন তিন সন্তান