• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

শাকিব খানের শুটিং সেটে হাজির মহেশ ভাট, অতঃপর…

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ অক্টোবর ২০২৪, ০৯:০৪
ছবি: সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে এখন মুম্বাইয়ে অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে গত ২০ অক্টোবর থেকে শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘বরবাদ’র শুটিং। এতে শাকিবের সঙ্গে দ্বিতীয়বারের মতো জটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।

২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব। এরপর থেকে কাজের ব্যস্ততায় দিন কাটছে এই নায়কের। এসবের মাঝেই ‘বরবাদ’ সিনেমার শুটিং স্পট ইলোরা স্টুডিওতে ঘটে গেলো দারুণ এক ঘটনা। শুটিং স্টুডিওতে হঠাৎ শাকিবের সিনেমার কার্যক্রম দেখতে হাজির হন বলিউডের নির্মাতা-প্রযোজক মহেশ ভাট।

সেখানে এসে প্রথমেই নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা করেন তিনি। এরপর শাকিবের সঙ্গেও দেখা হয় এই নির্মাতার। নায়ককে প্রথমবারের সাক্ষাতে আলিঙ্গন করেন তিনি। শুধু তাই নয়, সেখানে গল্পেও মেতে ওঠেন দুজনে। শুটিং ইউনিটের সঙ্গে থাকা একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির সঙ্গে দারুণ সম্পর্ক মহেশ ভাটের। মূলত তার কাছ থেকেই শাকিবের সিনেমার কথা শুনে শুটিং স্পটে আসেন তিনি।

এদিকে মহেশ ভাটের সঙ্গে শাকিবকে দেখে ভীষণ উচ্ছ্বসিত ভক্তরা। বলিউডের সিনেমায় তাদের প্রিয় নায়ক কাজ করবেন, এমনটাও প্রত্যাশা করেন অনেকেই।

প্রসঙ্গত, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে অ্যাকশন ঘরানার এই সিনেমা বরবাদের। সিনেমাটির বেশির ভাগ অংশেরই শুটিং হবে ভারতে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার নারী বিপিএলে চোখ শাকিব খানের
শাকিবের বরবাদে কলকাতার আরও এক অভিনেত্রী
নতুন বছরে পর্দা মাতাবে যেসব ঢাকাই সিনেমা
স্টেডিয়ামে বসে দলের হার দেখলেন শাকিব খান