• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যে কারণে দু-তিন মাস চোখে দেখেননি অজয়

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৪৯
অজয় দেবগন

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। বেশ কিছুদিন ধরেই চোখে মোটা ফ্রেমের চশমা পরছেন তিনি। তবে ফ্যাশনের জন্য নয়, চোখে সমস্যার জন্য এই চশমা ব্যবহার করতে হচ্ছে তাকে। চোখের দৃষ্টিশক্তি নাকি প্রায় হারাতে বসেছিলেন অজয়।

সম্প্রতি ‘বিগবস ১৮’-তে হাজির হয়েছিলেন তিনি। আর সেখানে এসেই সালমান খানকে জানালেন দু-তিন মাস চোখে দেখেননি এই অভিনেতা।

জানা গেছে, আসন্ন সিনেমা ‘সিংহাম এগেইন’র প্রচারে এসেছিলেন অজয়। এই সিনেমাটির শুটিংয়ের সময় চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। মূলত একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে সময় দুর্ঘটনটি ঘটে।

ফলে টানা দুই থেকে তিন মাস ঠিক করে চোখে কিছু দেখতেও পাচ্ছিলেন না অজয়। তাই বর্তমানে চোখের উপর যেন কোনো চাপ বা প্রেশার না পড়ে এমন চশমা ব্যবহার করছেন।

এ প্রসঙ্গে অজয় বলেন, অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল, চোখে একটি অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে আমাকে। এমনকি পরবর্তী দু-তিন মাস পর্যন্ত চোখে কিছুই দেখতে পাইনি।

প্রসঙ্গত, আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে অজয়ের ‘সিংহাম এগেইন’। সিনেমাটি নির্মাণ করেছেন রোহিত শেঠি। অজয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, দীপিকা রণবীর সিং, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, টাইগার শ্রফ। সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে অর্জুন কাপুরকে।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে শাহরুখ-কাজল জুটি ভেঙে দেন অজয়
আমার সব চশমা জোড়াতালি দেওয়া: পরীমণি
চশমা ছাড়াই কোরআন পড়েন ১৩৫ বছর বয়সী তাম্বিয়াতুন নেছা
১৩৫ বছর বয়সে হাঁটছেন কারও সাহায্য ছাড়াই, লাগছে না চশমা