যে কারণে দু-তিন মাস চোখে দেখেননি অজয়

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ , ০৮:৪৯ এএম


যে কারণে দু-তিন মাস চোখে দেখেননি অজয়
অজয় দেবগন

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। বেশ কিছুদিন ধরেই চোখে মোটা ফ্রেমের চশমা পরছেন তিনি। তবে ফ্যাশনের জন্য নয়, চোখে সমস্যার জন্য এই চশমা ব্যবহার করতে হচ্ছে তাকে। চোখের দৃষ্টিশক্তি নাকি প্রায় হারাতে বসেছিলেন অজয়। 

বিজ্ঞাপন

সম্প্রতি ‘বিগবস ১৮’-তে হাজির হয়েছিলেন তিনি। আর সেখানে এসেই সালমান খানকে জানালেন দু-তিন মাস চোখে দেখেননি এই অভিনেতা।   

জানা গেছে, আসন্ন সিনেমা ‘সিংহাম এগেইন’র প্রচারে এসেছিলেন অজয়। এই সিনেমাটির শুটিংয়ের সময় চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। মূলত একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে সময় দুর্ঘটনটি ঘটে। 

বিজ্ঞাপন

ফলে টানা দুই থেকে তিন মাস ঠিক করে চোখে কিছু দেখতেও পাচ্ছিলেন না অজয়। তাই বর্তমানে চোখের উপর যেন কোনো চাপ বা প্রেশার না পড়ে এমন চশমা ব্যবহার করছেন।

এ প্রসঙ্গে অজয় বলেন, অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল, চোখে একটি অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে আমাকে। এমনকি পরবর্তী দু-তিন মাস পর্যন্ত চোখে কিছুই দেখতে পাইনি।

প্রসঙ্গত, আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে অজয়ের ‘সিংহাম এগেইন’। সিনেমাটি নির্মাণ করেছেন রোহিত শেঠি। অজয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, দীপিকা রণবীর সিং, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, টাইগার শ্রফ। সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে অর্জুন কাপুরকে।

বিজ্ঞাপন

 

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission