• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

৮০ লাখ টাকার গাড়ি চুরি, ফের আইনি জটিলতায় শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ অক্টোবর ২০২৪, ১১:৫৬
শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি আবারও আইনি জটিলতায় পড়েছেন। অভিনেত্রীর নাকের ডগা থেকেই ঘটে গেল চুরির ঘটনা। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। তার রেস্তোরাঁর নাম ‘বাস্তিয়ান’।

গোটা মুম্বাই শহরজুড়ে একাধিক শাখা রয়েছে এই রেস্তোঁরার। এবার সেখানেই ৮০ লাখ টাকার বিএমডাব্লিউ গাড়ি চুরির ঘটনা ঘটেছে। ওই গাড়ির মালিক মুম্বাই ব্যবসায়ী রুহান খান। ইতোমধ্যে শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা যায়, গাড়িটি পার্ক করার মাত্র এক মিনিটের মধ্যেই চুরি হয়ে যায়। ভোর ৪টায় রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর ওই ব্যবসায়ী শিবাজি বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বললে তারা জানায়, গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তিনি বুঝতে পারেন গাড়িটি চুরি হয়েছে।

সিসিটিভিতে ধরা পড়েছে গাড়ি চুরির বিভিন্ন মুহূর্ত। বিডিও ফুটেজে দেখা যায়, গাড়িটি পার্কিং লটে ঢোকার পর পরই জিপ গাড়িতে চড়ে আসে কয়েকজন। তারপর প্রযুক্তির সাহায্যে গাড়িটি নিয়ে চম্পট দেয় তারা।

এদিকে ঘটনাটি ঘটার পর শিল্পার রেস্তোরাঁর বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন চুরি হয়ে যাওয়া গাড়ির মালিকের আইনজীবী। মূল এ কারনেই ফের আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পা শেঠির স্বামীকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন গহনা
শিল্পা শেঠির বাড়িতে তল্লাশি, স্বামী রাজ কুন্দ্রাকে ইডির তলব
নীল ছবির সেই বাংলাদেশি তরুণীকে নিয়ে যা বললেন শিল্পা শেঠির স্বামী
১৮ বছরের বিরতি ভেঙে পর্দায় আসছেন শিল্পা শেঠি