• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অসুস্থ ওমর সানী, চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ অক্টোবর ২০২৪, ১৫:৪৭

নব্বই দশকের ব্যস্ত নায়কদের একজন ছিলেন ওমর সানী। বর্তমানে অভিনয়ের চেয়ে নিজের রেস্তোরাঁ ব্যবসা নিয়েই ব্যস্ত তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট দেন এই অভিনেতা। এবার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন ওমর সানী।

সোমবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘জ্বর সবাই দোয়া করবেন।’

এমন পোস্ট দেওয়ার পর পরই বেশ চিন্তিত হয়ে পেড়েছেন ওমর সানীর ভক্ত থেকে শুরু করে তার সহকর্মীরাও। সবাই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সংগীতশিল্পী তিমির নন্দী অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, দ্রুত সুস্থতা কামনা করছি। অন্যদিকে অভিনেত্রী মিষ্টি জান্নাত লেখেন, ‘ফি আমান্নিল্লাহ।’

এ প্রসঙ্গে গণমাধ্যমে ওমর সানী বলেন, অসুস্থতা তেমন গুরুতর নয়। ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।

সর্বশেষ ‘ডেডবডি’ সিনেমা দেখা যায় ওমর সানীকে। কিন্তু ঢালিউডের বক্সঅফিসে সফলতার মুখ দেখেনি এটি। প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হওয়ায় সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি স্টার সিনেপ্লেক্স থেকেও নামিয়ে দেওয়া হয়েছিল সিনেমাটি।

প্রসঙ্গত, ‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়া আরও অভিনয় করেছেন, জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় মডেল অন্বেষা রায়।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমর সানীর বাসায় ডাকাতি, সন্দেহের তীর যার দিকে
এবার ওমর সানীর বাসায় ফিল্মি স্টাইলে ডাকাতি
বাসায় চুরি, পুলিশের দ্বারস্থ ওমর সানী
এই পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না: সানী