• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

যে কারণে আন্দোলনে নামার হুমকি দিলেন মেহজাবীন ভক্তরা!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব মেহজাবীন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভক্ত। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেন তিনি। এমনকি ভক্তদেরকে সময় দিতে লাইভে এসে আড্ডাও দেন অভিনেত্রী।

শুধু তাই নয়, অনুরাগীদের বিভিন্ন পোস্টেও মন্তব্য করতে ভোলেন না মেহজাবীন। এবার ভক্তদের জন্যই সাফল্যের আরেক মুকুট উঠলো তার মাথায়। বিশ্বসেরা তারকাদের কাতারে নাম লেখালেন মেহজাবীন। আর এই পুরো কৃতিত্ব তার ভক্তদের। ফেসবুকে সেরা ২৫-এ (২৪তম) স্থান পেয়েছেন মেহজাবীনের ভক্তরা।

ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এবার নাম উঠেছে মেহজাবীনের। এমন অর্জনে আপ্লুত অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ক্রিনশটের ছবি শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, এ রকম কিছু যে হতে পারে সেটা জানা ছিল না। ফেসবুক থেকে নোটিফিকেশন পাই এবং দেখি ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ রয়েছে, যেটা দেখে খুবই ভালো লেগেছে। ভক্তদের কারণে এ তালিকায় আমার নামও যুক্ত হলো, এটা অবশ্যই আমার জন্য বিশাল ব্যাপার। তবে এখানে আমার কোনো ভূমিকা নেই। এটা ভক্তদের অর্জন।

এবার মেহজাবীনের সেই ভক্তদের এক দাবি, আর সেটি না মানলে আন্দোলনে যাবেন তারা। ভক্তদের দাবি- তারা মেহজাবীনকে আবারও রোমান্টিক কাজে দেখতে চান। সেটা নাটক, ওটিটি কিংবা সিনেমায়।

এমন দাবিতেই মুখর মেহজাবীন চৌধুরী অফিশিয়াল ফ্যানস ক্লাবের মন্তব্যের ঘর। সেখানে এ-ও বলা হচ্ছে— দাবি না মানলে তারা শাহবাগে আন্দোলনে যাবেন।

মেহজাবীনের দৃষ্টি আকর্ষণ করে তনাইয়া তাছনিম নামে এক ভক্ত লিখেছেন, ‘মেহজাবীনকে রোমান্টিক নাটকে দেখতে চাই। দরকার হলে শাহবাগে গিয়ে ভক্তরা আন্দোলন করবে।’

অভিনেত্রীর বাড়ির সামনে অনশন করবেন জানিয়ে আরেক ভক্ত লিখেছেন, ‘ভক্তদের আবদার মেনে নিন। না হলে আপনার বাড়ির সামনে অনশন করব।’

ভক্তকুলের এসব দাবি নজরে এসেছে মেহজাবীনের। দেখে কিছুটা অবাকও হয়েছেন তিনি। ভক্তের সেই পোস্টে অভিনেত্রী মন্তব্যও করেছেন। লিখেছেন, ‘ওহ গড, কি হচ্ছে!’

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন
আন্দোলন থেকে পাঠ্যবইয়ে র‍্যাপার হান্নান ও সেজান
বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল