• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

‘ফোনে হুমকি দিয়ে তার খুনি ইমেজটাই বড় করে তুলছে’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ অক্টোবর ২০২৪, ১৭:০১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাজের পাশাপাশি দেশের সব পরিস্থিতিতেই সরব থাকতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে পিছপা হন না তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন ফারুকী। নানান বিষয় নিয়ে নেটমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। এবার শেখ হাসিনার পরপর কয়েকটি কলরেকর্ড ফাঁস হওয়া নিয়ে মুখ খুললেন এই নির্মাতা।

এক স্ট্যাটাসে ফারুকী লিখেন, জামায়াতকে যেমন ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনও হচ্ছে। আওয়ামী লীগকেও ২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যতো দ্রুত বুঝবে ততোই তাদের এবং দেশের মঙ্গল।

এরপর বিগত সরকারের বিভিন্ন অন্যায়, অনৈতিক কাণ্ডের কথা উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘আপনি ভাব করবেন, জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এতো এতো প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুকী বলেন, ‘আর ফোনে এইসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম কিভাবে সে মনস্টা হয়ে উঠলো।’

প্রসঙ্গত, সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি কলরেকর্ড ফাঁস হয়েছে। এতে তার দেশে ফেরার কথা শোনা গেছে। কখনো আবার অন্তর্বর্তী সরকার, বিএনপি-জামায়াত নিয়েও মন্তব্য করেছেন। মূলত সেসবের জবাবেই ফোনে হুমকি-ধামকির প্রসঙ্গ স্ট্যাটাসে টেনেছেন ফারুকী।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছড়িয়ে পড়েছে ফোন নম্বর, বিপত্তিতে তিশা
বই উৎসবের ব্যানারে শেখ হাসিনার ছবি, এলাকায় তোলপাড়
শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
শহীদ মিনারে বিপ্লবীদের জনস্রোত, শেখ হাসিনার ফাঁসি দাবি