• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ফের সালমানকে প্রাণনাশের হুমকি, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ অক্টোবর ২০২৪, ১৭:২৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউডের ভাইজান সালমান খানের। কদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি। এই ঘটনা নিয়ে যখন গোটা ভারতজুড়ে তোলপাড়, তখন নতুন করে হুমকি পেলেন অভিনেতা।

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে একটি ফোনকলের মাধ্যমে তিনি এই হুমকি পান। তবে দিল্লির নয়ডা থেকে এক সন্দেহভাজন ২০ বছর বয়সী হুমকিদাতা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সালমানের মতো একই ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকও। তিনিও ছিলেন টার্গেটে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিশান জানিয়েছিলেন, তার বাবার হত্যাকাণ্ডের পর থেকে গভীরভাবে চিন্তিত অভিনেতা। পরিস্থিতি তাদের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে।

এদিকে সালমানকে নতুন করে হুমকি দেওয়া গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গুলফান খান, যিনি নয়ডার বাসিন্দা। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সালমান। ওই বছর ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। আর এই বিষ্ণোই গ্যাং কৃষ্ণসার হরিণকে মাতৃরূপে পূজা করে। সেই সময় লরেন্সের বয়স ছিল ৫ বছর। তখন থেকেই সালমানকে খুন করার ইচ্ছে প্রকাশ করেন লরেন্স।

বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স এক পুরোনো সাক্ষাৎকারে বলেছিলেন, সালমানকে হত্যা করাই লক্ষ্য। আমাদের আর কোনো লক্ষ্য নেই। কিন্তু সালমান যদি একটি কাজ করেন, তাহলে ক্ষমা করে দিতে পারেন। সেই সাক্ষাৎকারে লরেন্সকে প্রশ্ন করা হয়েছিল, কী করলে সালমানকে তারা ক্ষমা করবেন? উত্তরে তিনি বলেন, আমাদের, বিষ্ণোইদের একটা মন্দির রয়েছে। এই মন্দিরের নাম মুকাম (মুকাম মুক্তিধাম মন্দির)। এই মন্দিরে গিয়ে সালমান যদি ক্ষমা চান এবং বলেন, যা করেছেন, তা ভুল করে করেছেন। মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। এক কথায়, সালমানকে মুকাম মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হত্যায় শিবিরকে অভিযুক্ত করায় তীব্র প্রতিবাদ
জামালপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
যুবদল নেতাকে কুপিয়ে গলাকেটে হত্যা, চিরকুট উদ্ধার
যে কারণে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন শাবানা আজমি