• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বাবাকে শেষ মেসেজ পাঠিয়ে অভিনেতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৫৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন অভিনেতা-গায়ক সেবাস্তিয়ান কিডার মাত্র ২৪ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন নয়া ফেরের দেশে। সম্প্রতি জর্জিয়ার নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায় তাকে। আমেরিকার জনপ্রিয় রেসলার রিক ফ্লেয়ারের সৎ-ছেলে সেবাস্তিয়ান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। মৃত্যুর ঠিক আগমুহূর্তে তার বাবাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন তিনি।

জর্জিয়ার গুইনেট কাউন্টি পুলিশ বিভাগের মুখপাত্র রায়ান উইন্ডারউইডেল মর্মান্তিক এ ঘটনার ব্যাপারে কথা বলেছেন। তিনি জানান, সেবাস্তিয়ান কিডারের বাবা পল (জন্মগত বাবা) জানিয়েছেন তিনি ছেলের কাছ থেকে প্রায় ৪টার দিকে একটি মেসেজ পেয়েছিলেন। মৃত্যুর প্রায় আগমুহূর্তে পাঠিয়েছিলেন সেই বার্তা। তার বাবা পল তখন জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করেন এবং ছেলেকে কিছুক্ষণ পর তাদের পারিবারিক বাড়ি থেকে গুলিতে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেবাস্তিয়ানের টেবিল থেকে একটি খাম পেয়েছেন, যার ভেতরে একটি চিরকুট রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি স্প্রিংফিল্ড আর্মোরি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে

সেবাস্তিয়ানের সৎ-বাবা রিক ফ্লেয়ার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, সেবাস্তিয়ানের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তিনি। মা ওয়েন্ডি বার্লো জানিয়েছেন, ছেলের মৃত্যুর খবরে তিনি বিধ্বস্ত এবং হতবাক হয়েছেন।

প্রসঙ্গত, সেবাস্তিয়ান কিডার একজন তরুণ অভিনেতা ছিলেন। এরইমধ্যে তিনি ‘১২ আওয়ার শিফট’, ‘ব্যুরিড কেইন’ ও ‘সেলিব্রিটি ওয়াইফ সোয়াপ’ সিনেমা দিয়ে দর্শকমহলে তিনি পরিচিত নাম। এ ছাড়া সাম্প্রতিক সময়ের একটি কনসার্টে নিজের প্রথম অ্যালবাম প্রকাশের ব্যাপারেও কথা বলেছিলেন সেবাস্তিয়ান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লু অর্জুনের বাড়িতে হামলার পর এবার শানের বাসায় আগুন
অভিনেতা ও লেখক রাজুব ভৌমিকের লেফটেন্যান্ট পদে পদোন্নতি
অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, মুখ মুখলেন অভিনেতা
গায়ক দিলজিতের ভক্তদের জন্য দুঃসংবাদ