• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

প্রায়ই গোলাপ রেখে যায়, তখন বুঝি সে মানুষটিই রেখে গেছে: শাবনূর

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩১ অক্টোবর ২০২৪, ১৫:০২
শাবনূর

তিন দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বর্তমানে সিডনিতেই অবস্থান করছেন শাবনূর। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নব্বই দশকের এই গ্ল্যামার কুইন।

এদিকে বেশ কিছুদিন ধরে ফুল নিয়ে ফটোশুট করতে দেখা গেছে শাবনূরকে। এই ফুল নিয়ে নাকি এক অদ্ভুত ঘটনা রয়েছে চিত্রনায়িকার জীবনে।

জানা গেছে, এক ব্যক্তি নিয়মিত শাবনূরের বাসার সামনে গোলাপ রেখে যান! সম্প্রতি সিডনি থেকে দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন নায়িকা। তবে পুরো গল্পটা খোলাসা না করে খানিকটা রহস্যই রেখে দিলেন তিনি।

শাবনূর বলেন, বিগত পাঁচ বছর ধরে প্রায় দিনই একটি ছেলে বাসার সামনে গোলাপ রেখে যায়। যখনই সে আমার বাসার এদিক দিয়ে যায়, দরজার কাছে একটি গোলাপ রেখে যায়। বিষয়টি আমার ভীষণ ভালো লাগে।

তিনি আরও বলেন, প্রায় দিনই বাসার গেট খুললেই দেখতে পাই বাইরে গোলাপ রাখা। তখন বুঝি, সেই মানুষটি রেখে গেছে। সেই গোলাপের পাপড়ি ছিঁড়ে পানিতে রাখি। গত পাঁচ বছরে যত গোলাপ আমাকে সে দিয়েছে, সব পাপড়ি আমি বোতলে ভরে রেখে দিয়েছি।

শাবনূরকে গোলাপ দেওয়া সেই অজ্ঞাত ব্যক্তিকে চেনেন বলেও জানান চিত্রনায়িকা। তবে সেই মানুষটার পরিচয় প্রকাশ না করে সেখানেই গল্পের রহস্যটা জিইয়ে রাখলেন শাবনূর। এ প্রসঙ্গে তিনি বলেন, সে আমার মারাত্মক লেভেলের ভক্ত, এখন অনেক পরিচিত আমরা। নামটা বলতে চাই না।

প্রসঙ্গত, সম্প্রতি ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার কিছু শুটিং শেষ করেছেন শাবনূর। এরপর চলে যান সিডনিতে। সামনে দেশে ফিরলেই সিনেমাটির বাকি কাজ শেষ করবেন বলে জানান তিনি।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন শাবনূর
শাবনূরের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, মুখ খুললেন পূর্ণিমা
আর সংসারী হওয়ার ইচ্ছা নেই: শাবনূর
৪ হাজার ৭৭৪ কোটি টাকার এক বিরল গোলাপ