• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ইসি পুনর্গঠনে সার্চ কমিটির সদস্যপদ পেলেন তাহসানের মা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৫৭
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটির সদস্যপদ পেয়েছেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক পাস করেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তাহসানের মা।

এর আগে বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। সে সময় আলোচিত পিএসসি’র গাড়িচালক আবেদ আলীকাণ্ড সামনে আসার পর প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে নাম জড়ায় তার।

২০০২ সালের ৯ মে তাহসানের মা পিএসসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ২৪তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে নেটদুনিয়ায়। যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে ২৪ বিসিএসের পরীক্ষা বাতিল করা হয়।

অন্যদিকে সেই বিসিএসেই নাকি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান। এমন খবর চাউর হলে মুখ খোলেন তাহসান। তিনি বলেন, ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপপ্রচারে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা, সিদ্ধান্ত বাতিল মাউশির
অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের
শাপলা-শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে: মাহফুজ আলম
সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে সালাহউদ্দিন আহমেদের আহ্বান