• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

মাসুদ আলী খানের মৃত্যুর পর শহীদুজ্জামান সেলিম জানালেন নতুন তথ্য

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৪
ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান গত ৩১ অক্টোবর মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ মিডিয়া পাড়া।

এদিকে মাসুদ আলী খানের মৃত্যুর পর তার সম্পর্কে নতুন তথ্য দিলেন আরেক অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে তিনি জানান, একসময় ভালো বক্সার ছিলেন বরেণ্য এই অভিনেতা।

শহীদুজ্জামান সেলিম বলেন, একটা মানুষের এত বর্ণাঢ্য জীবন। চাকরি থেকে অভিনয়, সব জায়গাতেই একজন হিরো ছিলেন তিনি। শুধু তাই নয়, বক্সার হিসেবেও সুনাম ছিল তার।

তিনি আরও বলেন, পাঁচ বছর আগে আমার নির্মিত একটি নাটকে বক্সিং নিয়ে কিছু একটা করার পরিকল্পনা করি। সে জন্য বক্সিংয়ের বিভিন্ন সরঞ্জাম কিনেছিলাম। নাটকটি কমেডি ঘরানার হলেও খুশি হয়েছিলেন মাসুদ ভাই।

জানা গেছে, শোবিজে শহীদুজ্জামান সেলিম নামে পরিচিতি পেলেও সার্টিফিকেটে নাম শহীদুজ্জামান খান। তবে অভিনয়ে নামের শেষে খান ছেঁটে ফেলেন তিনি। এ কারণে অভিমান করেছিলেন মাসুদ আলী খান। নামের শেষে খান ছেঁটে ফেলার বিষয়ে মাঝে মধ্যেই মাসুদ আলী খানের নানান প্রশ্নের সম্মুখীন হতেন শহীদুজ্জামান সেলিম।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আমার সার্টিফিকেট নাম শহীদুজ্জামান খান। পর্দায় খান বাদ দিয়ে শুধু শহীদুজ্জামান সেলিম ব্যবহার করি। আর এতেই অভিমান করেছিলেন মাসুদ ভাই। প্রায়ই আমাকে বলতেন, ‘এই তুই খান বাদ দিলি কেন?’

শহীদুজ্জামান সেলিম বলেন, আমার বাসাতেও আসা-যাওয়া ছিল মাসুদ ভাইয়ের। শুটিংয়ের বাইরেও আড্ডায় একসঙ্গে অনেক দিন-রাত কেটেছে আমাদের। আমার পরিবারের সঙ্গেও বেশ হৃদ্যতা ছিল তার।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান
অরুণার রহস্যময় পোস্টে উত্তাল নেটদুনিয়া