নাটকে নিজেকে প্রমাণের সুযোগ বেশি থাকে: শশী আফরোজা
শোবিজে দীর্ঘ সময় ধরে কাজ করছেন অভিনেত্রী শশী আফরোজা। ইতোমধ্যে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বিজ্ঞাপন ও চলচ্চিত্রেও কাজ করেছেন অভিনেত্রী। তবে নাটকে কাজ করতেই বেশি ভালো লাগে তার। কারণ, নাটকে নিজেকে প্রমাণের সুযোগ বেশি থাকে বলে জানান তিনি।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন শশী আফরোজা। অভিনেত্রী বলেন, নাটক দিয়েই আমার অভিনয় ক্যারিয়ার শুরু। এরপর বিজ্ঞাপন-সিনেমায় কাজের সুযোগ হয়েছে। তবে নাটকে কাজ করতে বেশি ভালো লাগে আমার। কারণ, নাটকে নিজের অভিনয়ের জায়গাটা প্রমাণ করার সুযোগ বেশি থাকে।
পার্শ্বচরিত্রে নিজেকে পরিপক্বভাবে গড়ে তোলার পাশাপাশি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে বেঁচে থাকতে চান শশী আফরোজা। শুধু তাই নয়, নিয়মতি কাজ করতে চান ওটিটিতেও।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অভিনয় যেহেতু আমার পেশা, তাই মন দিয়েই কাজটি করতে চাই। ভিন্ন ভিন্ন গল্প-চরিত্রে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই। কারণ, ভালো গল্প ছাড়া কখনোই ভালো অভিনয় হয় না। আর এখন ওটিটিতেও কাজের সুযোগে রয়েছে। তাই নিজেকে অভিনয়ের জন্য ভালোভাবে গড়তে পারলে, ভালো চরিত্রে কাজের সুযোগ এমনিই আপনার কাছে চলে আসবে। এরই মধ্যে ওটিটিতেও কাজ করা হয়েছে। তবে সামনে আরও কাজ করতে চাই।
শশী আফরোজা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো, ‘আসেন ছ্যাঁকা খাই’, ‘রূপকথা’, ‘তোমায় আমায় মিলে’, ‘তোমার অপেক্ষায়’ ও ‘বিউটি কুইন’, ‘জীবনের চুক্তিনামা’সহ আরও অনেক।
এ ছাড়া ওয়েব সিরিজ ‘হাইড অ্যান্ড সিক’ অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘খোদাহাফেজ’ সিনেমা। এটি নির্মাণ করেছেন অনিক বিশ্বাস। তা ছাড়া ‘নবাব এলএলবি’, ‘কসাই’, ‘কাগজ: দ্য পেপার’ ও ‘রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।
আরটিভি/এইচএসকে/এসএ
মন্তব্য করুন