• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ব্র্যাড পিটের নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:৪৮
ছবি: সংগৃহীত

বলিউডের ‘দেবদাস’ সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মুক্তির পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। বিশেষ করে কানস ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেবদাস’ প্রদর্শনীর পর থেকেই হু হু করে বাড়তে থাকে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা।

সে সময় বলি ইন্ডাস্ট্রির সব অভিনেত্রীকে পেছনে ফেলে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডের একাধিক সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন ঐশ্বরিয়া। এর মধ্যে ছিল ব্র্যাড পিটের ‘ট্রয়’ সিনেমাটিও। তবে কিছু হলিউড সিনেমার প্রস্তাবে রাজি হলেও এই সিনেমাটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছিলেন ঐশ্বরিয়া। কেন্দ্রীয় চরিত্রে না হলেও ‘ট্রয়’ সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।

কিন্তু সিনেমাটির শুটিংয়ের জন্য অন্তত ৮ মাস হলিউডে থাকতে হতো ঐশ্বরিয়াকে। অভিনেত্রী জানতেন না যে, এটাই হলিউডের নিয়ম। এ কারণেই সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

চরিত্র ছোট্ট হলেও যাতে সিনেমার শুটিং চলার ফাঁকে অভিনয়শিল্পীদের ডেট নিয়ে আচমকা কোনো সমস্যা না হয়, সে কারণে এই চুক্তি করে রাখেন হলিউড নির্মাতারা। মূলত সে সময় ঐশ্বরিয়ার হাতে একগুচ্ছ নামিদামি হিন্দিসিনেমার পরিচালকদের কাজের প্রস্তাব ছিল। সেসব সিনেমার জন্য ডেটও দেওয়া ছিল তার।

তবু তিনি ‘ট্রয়’ সিনেমাটি করতেন, যদি না তাকে টানা ৮-৯ মাস হলিউডে থাকার এই নির্দেশ না দেওয়া হতো। তাই ছেড়েছিলেন ব্র্যাড পিটের নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বরিয়া। শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করেন রোজ বায়ির্ন।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই ব্র্যাড পিটের প্রেমে ঘর ভাঙল ভক্তের, খোয়ালেন ১০ কোটি টাকাও
অবশেষে বিচ্ছেদ হলো জোলি-পিটের
নিমরতের জন্যই ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার সংসার, মুখ খুললেন অভিনেত্রী
যে কারণে দ্বন্দ্ব ঐশ্বরিয়া-সুস্মিতার