ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নিমরতের জন্যই ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার সংসার, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ , ১০:৫৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ধুমধাম করে ২০০৭ সালে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বিয়ের পর সুখেই কাটছিল তাদের সংসার। ২০১১ সালে এই তারকা দম্পতির কোল জুড়ে আসে মেয়ে আরাধ্যা। বলিউডের হ্যাপি কাপল তকমাও পেয়েছিলেন তারা। তবে বিচ্ছেদের সুর হানা দিলো অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে। 

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবন বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। অভিনেত্রী নিমরত কৌরের জন্যই নাকি ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার সংসার। যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কেউই। তবে নিমরত এতদিন বিষয়টি নিয়ে নিশ্চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন। 

জানা গেছে, ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময়ই নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। বলিউডে এখন এই চর্চা চলছে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও তোপের মুখে পড়েন নিমরত। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে অভিষেকের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে নিমরত বলেন, আমি যাই করি, মানুষ মন্তব্য করবে তাদের ইচ্ছেমতো। আমার জন্য অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার সংসার ভাঙছে এমন কোনো গুঞ্জন নেই। আমি মন দিয়ে নিজের কাজটা করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রোলিং নিয়েও মন্তব্য করতে নারাজ নিমরত। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালে ‘দসভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। এ ছাড়া ‘লাঞ্চবক্স’, ‘এয়ারলিফট’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |