• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

মস্তিস্কের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে শিল্পী তৌসিফের

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১৭:৩৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভালো নেই জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত মাসে শারীরিকভাবে অসুস্থবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তৌসিফের হার্ট অ্যাটাক হয়েছে, সেই সঙ্গে মাইল্ড স্ট্রোক হয়ে ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তার। আগামী ছয় মাস থাকতে হবে বিশ্রামে ও ডাক্তারের পর্যবেক্ষণে।

এ বিষয়ে জানতে চাইলে তৌসিফ বলেন, আগে থেকেই অসুস্থ বোধ করছিলাম। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তাম। প্রথমে চিকিৎসকরা ধরতে পারছিলেন না। গত মাসে অসুস্থবোধ করলে হাসপাতালে যাই। সেখানে গিয়ে ইসিজি করার পর হার্টের সমস্যা ধরে পড়ে। পরীক্ষার পর চিকিৎসক জানান, আমার হার্ট অ্যাটাক হয়েছে। সাবধানের থাকার পরামর্শ দিয়ে জানান, সামনে বড় ধরনের অ্যাটাকও হতে পারে।

পরে বাসায় আবারও অজ্ঞান হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তার। তৌসিফ এখন নিউরো সায়েন্স হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর সাবের হোসেনের চৌধুরীর তত্ত্বাবধানে আছেন।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তৌসিফ বলেন, প্রফেসর সাবের হোসেনের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। ছয় মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে সার্জারি করতে হবে কিনা।

অসুস্থ হওয়ার পর বাসাতেই সময় কাটছে তৌসিফের। এখন কোনো ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে তাকে। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে হার্ট অ্যাটাক হয়েছিল তৌসিফের। সে সময় ধানমন্ডির একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে।

প্রসঙ্গত, তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ জনপ্রিয় অনেক গান রয়েছে তার ঝুলিতে। গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন, সুর ও সংগীতায়োজন করেন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের কন্যা সন্তানের বাবা হলেন বাপ্পা মজুমদার
হোটেল থেকে পড়ে প্রাণ যাওয়া গায়কের গান এখন টপ চার্টে
সংগীতশিল্পীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
দেখা দিলেন মমতাজ, গাইলেন গান